০১/০১/১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অত্র গ্রামের জনাব মোঃ সিদ্দিকুর রহমান ৮৪ডেঃ ,জনাব আলহাজ্ব মোঃ ওশমান আলি প্রামানিক ৩৩ডেঃ, মো; বাদল উদ্দীন কাগজী ৩০ডেঃ, মোঃ সোলাইমান সরদার ১৭ডেঃ, ইসরতুল্লাহ মন্ডল ০৯ডেঃ , বসির উদ্দীন মণ্ডল ০৮ ডেঃ ,শাহাজান আলী মন্ডল ১০ডেঃ , লুথফর রহমান ১৬ডেঃ, আতাব উদ্দিন কাগজী ১৭ডেঃ ,ফজর আলী ১৭ডেঃ আলহাজ ইমাজ উদ্দীন মন্ডল ৫ডেঃ জমি দান করে প্রতিষ্ঠান সকলের সহযোগিতা নিয়ে তৈরী করেন।
প্রথমত খড়ের চালি দিয়ে ছাউনি এবং বাঁশের চাটাই এর বেড়া দিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। পরবর্তীতে আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী ৩৩ডেঃ, আলহাজ্ব মোঃ মেসের আলী সোনার ৩২ডেঃ ও মোঃ ইসাহাক সরদার ১৭ডেঃ জমি বিদযালয়ে দান করেন।